ছাত্রলীগ প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

BNPবিএনপি চেয়ারপারসনের সমাবেশ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে ছাত্রলীগ যে অবস্থান নিয়েছে তা যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে রবিবার রাতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়— সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ ইতোমধ্যেই সমগ্র দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে ক্যাম্পাসগুলোতে সু-শিক্ষা, সহাবস্থান এখন দূর অতীত। চাঁদাবাজি, খুন, হত্যা আর টেন্ডারবাজি তাদের নিত্যদিনের কর্ম। ছাত্রলীগ নেতাকর্মীরা এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে তারা জড়িত নয়। আদর্শ ভাবাবেগ দূরে থাক সাধারণ চক্ষুলজ্জাও নেই ছাত্রলীগ নেতাকর্মীদের। সেই সন্ত্রাসী সংগঠন খ্যাত ছাত্রলীগের আস্ফালন দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না।’
‘আমরা ধিক্কার জানাই তাদের এমন আস্ফালনকে এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে। ছাত্রদল দৃঢ়কন্ঠে জানিয়ে দিতে চায়, তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাবেশ নিয়ে ছাত্রলীগ যে মন্তব্য করেছে তা ছাত্রদলের সৈনিকেরা যে কোনো মূল্যে প্রতিহত করবে।’
বিবৃতিতে বলা হয়— ছাত্রলীগকে সাবধান হয়ে নিজেদের কু-কর্মের জন্যই ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রদল পূবের্র অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের সন্ত্রাসীদের মোকাবিলা করবে।
বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমান যা বলেন জেনে বুঝেই বলেন। তার বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। বরং তিনি ভবিষ্যতে আরও তথ্যভিত্তিক বক্তব্য জাতির সামনে নিয়ে আসবেন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend