নামধারী আইনজীবী উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হচ্ছে

SCBA-Briefing-thereport24বার কাউন্সিলের সনদপ্রাপ্তরা ছাড়া নামধারী আইনজীবী বা দালালদেরকে সুপ্রীম কোর্ট থেকে উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট বারের সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হেসেন।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার তিনি এ সব কখা বলেন।
তিনি বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বহিরাগত লোকেরা সুপ্রীম কোর্টে দালালের ভূমিকায় বিভিন্নভাবে মামলা মোকদ্দমার তদবির ও জাল-জালিয়াতির সঙ্গে জড়িত। যারা আইনজীবী নয়।
মাহবুব হোসেন বলেন, ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ ছাড়া হাইকোর্টে বিভিন্ন মামলার তদবিরকারককে (একজন ক্লার্ক ও আইনজীবী নামধারী) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ সমস্ত লোকদের কারণে সুপ্রীমকোর্টের অনিয়ম ও দুনীতি বেড়ে গেছে, যার ফলে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend