ফিলিপাইনে আঘাত হেনেছে হাগুপিট

Philippine_thereport24.comফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন রুবি (আন্তর্জাতিক নাম হাগুপিট)।

শনিবার রাতে দেশটির দোলোরেস ও পূর্বাঞ্চলীয় সামার প্রদেশে এটি আঘাত হানে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
দ্য ফিলিপাইন অ্যাটমোস্ফেরিক, জিওগ্রাফিক ও অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (পিএজিএএসএ) বলেছে, রাত সোয়া ৯টায় টাইফুনটি আঘাত হানে। এছাড়া মিন্ড্রো ও রম্বলন প্রদেশেও এটি আঘাত হানতে পারে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।
পিএজিএএসএ বলেছে, রুবির সঙ্গে প্রবল বাতাস, প্রবল বৃষ্টি এবং ১৪ দশমিক ৭ উচ্চতায় ঝড়ের উচ্ছাস বয়ে গেছে। এর আগে সংস্থাটি জানায়, রুবির প্রভাবে শনিবার সকাল ৮টা নাগাদ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
হাগুপিটের কারণে দেশটির আবহাওয়া বিভাগ কিছু কিছু এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত কিছু কিছু এলাকায় দুই নম্বর এবং কিছু কিছু এক নম্বর সতর্কতা জারি করেছে। সূত্র: ফিলাস্টার ডটকম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend