‘নির্বাচন কবে হবে জানি না’

Rangpur-thereport24দেশ রসাতলে গেছে দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচন হবে। কিন্তু কবে হবে আমি জানি না। চার বছর আগে হোক আর পরে হোক নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘সেই নির্বাচনের আগে খালেদা জিয়ার বিএনপি বিলীন হয়ে যাবে। কোনো দল আর দাঁড়াতে পারবে না। তখন শুধু জাতীয় পার্টি থাকবে।’
রংপুর মহানগরীর হারাটী হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি হয়েছে। দেশ রসাতলে গেছে। ইয়াবা ফেন্সিডিলের ছোঁয়ায় যুবসমাজ ধ্বংসের পথে। আওয়ামী লীগ-বিএনপি নিজেরাই খুনোখুনিতে ব্যস্ত। চারদিকে অশান্তি। মানুষ শান্তি চায়। এই দুই দলের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়।’
পথসভায় স্থানীয় ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসির, শ্রমিক নেতা শামসুল আলম প্রমুখ।
প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘আমরা দেশে বাস করছি। আমি জীবনে শুনিনি প্রাইমারী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। সরকার ব্যর্থ প্রশ্নপত্র ফাঁস রোধে। তারা উল্টো কোমলমতি শিশুদেরকে এই বয়সেই নকল করা শেখাচ্ছে। অভিভাবকদেরকে দায়িত্বহীন বানাচ্ছে।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরও বলেন, ‘আমি রংপুরর উন্নয়ন করতে চাই। আপনাদের ঋণ শোধ করতে চাই। আপনারা আমাকে বারবার জীবন দিয়েছেন। ভোট দিয়ে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছেন।’
এ সময় তিনি বর্তমান সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে চ্যালেঞ্জ করে বলেন, ‘আগামী সিটি নির্বাচনে মোস্তফাই জয়ী হবে। ঝন্টু তুমি আর জয়ী হতে পারবে না। তোমার প্রতি আমার চ্যালেঞ্জ থাকল।’ সন্ধ্যায় ৭নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত চওড়ারহাট বাজারে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন এরশাদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend