ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন হাগুপিট

Super-Typhoon-Hagupit-strenসুপার টাইফুন হাগুপিট আরও শক্তিশালী হয়ে ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে।
ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হাগুপিট (রুবি) শনিবার আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাগুপিট ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের সামার প্রদেশ ও টাকলোবান শহরে আঘাত হানতে পারে। টাকলোবান শহরেই গত বছর সুপার টাইফুন হাইয়্যানের আঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানী হয়েছিল।
এদিকে, হাগুপিট আঘাত হানার আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান।
তবে হাগুপিট হাইয়্যানের মতো এতো শক্তিশালী হবে না বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend