দ্বি-বিভাজনে গোটা জাতি : সিরাজুল ইসলাম

Untitled-8মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আজ শিক্ষা ব্যবস্থাও বিভক্ত হয়ে পড়েছে। দ্বি-বিভাজন হয়ে গেছে গোটা জাতি। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আমরা মুক্তি অর্জন করতে পারিনি।’
তিনি বলেন, ‘উপার্জনমুখী শিক্ষা বিস্তার এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আজ অনাগ্রহ সৃষ্টি হয়েছে। এ সমজা ব্যবস্থা বদলাতে হবে।’
শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে রবিবার দুপুর ১টার দিকে জগদীশ চন্দ্র বসুর ১৫৬তম জন্মদিন উপলক্ষে স্যার জেসি বোস ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনারের উদ্বোধক হিসেবে বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন— মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. অজয় রায়, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend