পরবর্তী নির্বাচনের ব্যপারে রওশনের কাছে জানতে চেয়েছেন নিশা দেশাই

gulshanপরবর্তী সাধারন নির্বাচন কবে হবে সে বিষয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাছে জানতে চেয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। জবাবে রওশন বলেন, পরবর্তী নির্বাচন স্বাভাবিক সময়ে বা ডিউ টাইমে অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার পাঁচটা ১০ মিনিট থেকে পাঁচটা ৪০ মিনিট পর্যন্ত রওশন এরশাদের রাজধানীর গুলশানের বাসভবনে নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিশা রওশনের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাইলে রওশন এ কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিরোধীদলীয় চিপ হুইফ এ বি এম তাজুল ইসলাম। তিনি এ-ও জানান, পরবর্তী নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে নিশা দেশাই কোনো প্রতিক্রিয়া দেখাননি।

তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিশা-রওশন বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি কেন অংশ নিয়েছিল, নির্বাচন না হলে কী হতো, বাংলাদেশের পোশাক খাত ও শ্রমিকদের নিয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেছেন।

বৈঠকে রওশন বলেন, বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নিইনি। নির্বাচনে অংশ নিলে অবস্থা অন্য রকম হতে পারত। নিশা তাঁর বক্তব্যে ভিন্নমত পোষণ করেননি।

বৈঠকে এ সময় নিশার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় পার্টির নেতাদের মধ্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম, সাংসদ সেলিম উদ্দিন, রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসিহ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend