নালিতাবাড়ীতে কোচ উপজাতিদের নবান্ন উৎসব

Nobanno-utsob-2হেমন্তের নতুন ফসল গোলায় তোলার আগে দেবতার নামে উত্সর্গ করার মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেষা খলচান্দা গ্রামে উপজাতি কোচ সম্প্রদায় নবান্ন উত্সব (মায় পিদান ছানি) পালন করেছে। আইপিডিএস (মানুষের জন্য ফাউন্ডেশন) এর সহায়তায় ২৫ নভেম্বর মঙ্গলবার খলচান্দা গ্রাম উন্নয়ন কমিটি ওই উত্সবের আয়োজন করে।

শ্রী রমেশ চন্দ্র কোচের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আইপিডিএস কোঅর্ডিনেটর মি. পিযুস বর্মন, কারিতাসের সিডিও মি. বিপুল জাম্বিল, দেবরাজ কোচ, যুগল কিশোর কোচ, পরিমল কোচ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিমিয়ন ঘাগ্রা, নির্মল নকরেক, তষ্ঞা হাগিদক, শিমুল রাংসা, কুহেলিকা রিছিল, পরিতোষ দ্রং ও লিটন ম্রং। অনুষ্ঠানে কোচ সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি কালচারে নৃত্য পরিবেশন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend