চার পুলিশ হত্যা মামলা সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান বরখাস্ত

Gaibandha-Palashগাইবান্ধা প্রতিনিধি : জেলার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলাইমান সরকার সাজাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
একই সঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেজিয়া বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় সাময়িক বরখাস্তের আদেশ জারি সংক্রান্ত পত্র জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌছেছে।
জেলা প্রশাসক মো. এহছানে এলাহী মঙ্গলবার রাত ৮টার দিকে দ্য রিপোর্টকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলাইমান সরকার সাজা গত বছরের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ৫ জানুয়ারির নির্বাচনে সহিংসতা ও তাণ্ডব সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি।
এ সব মামলায় অভিযুক্ত আসামি হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।
প্রভাষক মাজেদুর রহমান জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু ছোলাইমান সরকার সাজা সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend