আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি: শিল্পমন্ত্রী

image_152155.amir hossain amu (2)দেশের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতি জাতীয় সংসদে প্রশ্নোত্তর প্রদানকালে তিনি এ কথা বলেন। এদিকে গতকাল সোমবার নির্ধারিত ১০২টি প্রশ্নের মধ্যে ৩৬টি প্রশ্নই স্থানান্তর করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে শুরু হওয়া সংসদ অধিবেশনে উত্তরদানের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্ন নির্ধারিত ছিল। মোট ১০২টি প্রশ্নে ৬৩টি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে ২২টি এবং তারকাবিহীন ৩৯টি প্রশ্নের মধ্যে ১৪টি প্রশ্ন পরবর্তী দিনে স্থানান্তর করা হয়। স্পর্শকাতর অনেক প্রশ্নের উত্তর এড়াতে অতীতেও অনেক প্রশ্ন পরবর্তী দিনে স্থানান্তরের অভিযোগ রয়েছে।
এদিকে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিল্পমন্ত্রী। স্বতন্ত্র সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট সর্তক রয়েছে। এ জন্য যা যা করার, তা সরকার করবে বলেও তিনি আশ্বাস দেন। জাতীয় পার্টির পীর ফজলুর রহমনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার আসামী ভারতে আটক নূর হোসেনকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। যথাসময়ে তাকে ফেরত আনা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend