বর্তমান সরকার বৈধ নয়’

UP-DATE-Tangail-mowlana-Vasবিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বর্তমান সরকারের কোনো বৈধতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।’
টাঙ্গাইলের সন্তোষে সোমবার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সারা দেশে জেল-জুলুম, হুলিয়া, গুম ও হত্যা চলছে। এ সরকারকে কোনো বৈধ সরকার মনে করি না। কারণ সরকার বৈধ হয় যখন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়। নির্বাচন কিভাবে হয়েছে তা এক উপদেষ্টাই বর্ণনা করেছেন।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আহম্মেদ আযম খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন— কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অর্পণ শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসত না।’
জাতীয় গণতান্ত্রিক দলের শফিউল আলম প্রধান এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend