ব্রাভো-গেইলদের শায়েস্তা করতে আইসিসির নতুন নিয়ম

বোর্ডের সঙ্গে ঝামেলা পাকিয়ে মাঝপথে সিরিজ বাতিল করেছেন ব্রাভো-স্যামুয়েলসরা। এতে টনক নড়েছে আইসিসির। ব্রাভো-গেইলদের শায়েস্তা করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থাটি।

প্রায় মাস খানেক আগে বোর্ডের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় সিরিজের মাঝপথে ভারত ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। এতে আন্তর্জাতিক ক্রিকেটের বারোটা বাজলেও পকেট ভারী হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের!

ব্রাভো-স্যামুয়েলসদের এই নীতি আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিপদের মুখে দাঁড় করিয়েছে। আইসিসি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বোর্ডের চুক্তি ভেঙে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক সিরিজ বাতিল করলে তাদের শাস্তি দেওয়া হবে।

শাস্তি হিসাবে সেই সব ক্রিকেটারদের ক্লাব/কাউন্টি/ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করা হবে। অর্থাৎ, এই নিয়ম কার্যকর হলে ভারতের বিপক্ষে সিরিজ বাতিল করে দেশে ফেরায় গেইল-ব্রাভো-স্যামি-পোলার্ডরা আইপিএল খেলতে পারবেন না। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তাদের সব চুক্তি বাতিল হবে গণ্য হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend