শিবগঞ্জে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষ, বিজিবিসহ আহত ৩০

chapainobabgonj_2মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবিরকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, বিজিবি ও জামায়াত-শিবিরকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
পুলিশ জানায়, আজ বুধবার মানবতাবিরোধী মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল করে। মিছিল শেষে পথসভার এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেল সাড়ে ৩টা থেকে দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্টার গানের গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে বিজিবি সদস্য আহসান হাবিব ও নাজমুল হক, পুলিশের সার্কেল এ এসপি মতিউর রহমান, শিবগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত চৌধুরী যুবায়ের আহম্মেদসহ ১০ জন আহত হয়। এছাড়াও জামায়াত-শিবিরের নয়ন, আজাদ, লিটন, জাহাঙ্গির ও দেলওয়ারসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও বিজিবি ১১ জনকে আটক করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend