গণতন্ত্রকে টিকিয়ে রাখতে লাঠিতন্ত্র বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….. কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

downloadনকলা প্রতিনিধি, শেরপুরঃ নকলা উপজেলা মুক্তমঞ্চ মাঠে ২৫ অক্টোবর দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, “গণতন্ত্রকে টিকিয়ে রাখতে লাঠিতন্ত্র বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিরোধী দল বি.এন.পি কে,তিনি আরো বলেন যথাতথা ইচ্ছেমতো কিছু বলা উচিত নয়। যোগ্য ও দক্ষ উপদেষ্টাদের পরামর্শ নিয়ে কথা বলা উচিত ”।
পরিশেষে, কৃষকদের উদ্দেশ্যে বলেন,“নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরই চেষ্টা করতে হবে। তিনি পৌরসভাসহ গণপদ্দী, নকলা , উরফা ও গৌরদ্বার ইউনিয়নের ৭৩০ জন প্রান্তীক কৃষকের মাঝে গম, ভুট্টা , সরিষা ও বুরো ধান বীজ এবং মাথাপিছু ৩০ কেজি করে রাসায়নিক সার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক জাকির হোসেন , পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনি, উপজেলা নির্বাহী অফিাসার আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষকলীগ সভাপতি আলমগীর আজাদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (জিন্নাহ),সাবেক উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যন হাফিজুর রহমান লিটন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও সরকার সমর্থক দলের নেতা কর্মী এবং ভুক্তভোগী কৃষকরা এ সময় নকলার মুক্তমঞ্চে উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend