ছোট পোশাকেই হিট ববি-মিম?

choto poshake chobby hitএকজন চিত্রনায়িকা তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেবেন এটাই স্বাভাবিক। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত অশ্লীল ছবির নায়িকা বলে খ্যাত মুনমুন, ময়ূরী, পলি কিংবা ঝুমকা-এদের সময়কাল বাদ দিলে বাংলা চলচ্চিত্রে নায়িকারা চিরটাকাল তাদের অভিনয় দিয়েই নিজেদের জনপ্রিয়তার আসন ধরে রেখেছিলেন।

অশ্লীলতা-যা আমাদের সমাজ ব্যবস্থার সাথে একেবারেই বেমানান, তা এদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শক কোনদিনই গ্রহণ করেন নি। চিত্রনায়িকা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকাসহ আরও অনেকেই এর জ্বলন্ত উদাহরণ। কারণ তাদের সবাই এখন রুপালি পর্দা থেকে ছিটকে পড়েছেন।

চলচ্চিত্র শিল্প যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভালো গল্পের সিনেমা নির্মিত হচ্ছে, ঠিক সেই সময়ে কিছু শিল্পী আবারও ছোট পোশাকে নিজেদের পর্দায় মেলে ধরছেন। আজকে লিখছি তেমনি দুজন শিল্পীর কথা-যারা বাণিজ্যিক সিনেমায় নিজেদের আসন পাকাপোক্ত করতে ছোট পোশাকেই হাজির হচ্ছেন ক্যামেরার সামনে।

প্রথমেই চিত্রনায়িকা ববির পালা। হাল সময়ের এই নায়িকাকে অভিনয়ের চেয়ে ছবিতে তাঁকে আইটেম গান ও শরীর প্রদর্শনেই বেশি উজ্জ্বল দেখা যায়। ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের খাতায় নাম লেখানো ববি ছোট পোশাকে আবেদনময়তার স্বাক্ষর নিয়মিতই রেখে যাচ্ছেন বড় পর্দায়। তার অভিনীত ‘রাজত্ব’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ও ‘দেহরক্ষী’সহ সব সিনেমাতেই পোশাকের বিষয়ে উদার হতে দেখা গেছে। এদিকে সিনেমায় ববিকে কাস্ট করতে পারলে এক্সট্রা আইটেম গার্লের প্রয়োজন হয়না- এমন কথা চলচ্চিত্র অঙ্গনের মানুষের মুখে মুখে প্রচলিত।

ববি’র মতো টিভি মিডিয়া থেকে আসা আরও একজন নবাগত চিত্রনায়িকা, তাঁকেও এবার ববির দেখানো পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। সেই নায়িকা আর কেউ নন, তিনি বিদ্যা সিনহা সাহা মিম। লাক্সতারকা মিম মডেলিং ও নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। এরপর তাঁকে “আমার আছে জল”, “জোনাকির আলো”, “তারকাঁটা” শিরোনামের চলচ্চিত্রগুলোতে নায়িকা হিসেবে দেখা গেছে। তবে এইসব সিনেমায় মিমকে পোশাকের ব্যাপারে খুব রক্ষণশীল দেখা যায়।

তবে গতকাল থেকে শুটিং চলতি ‘সুইটহার্ট’ নামের একটি সিনেমায় সব রক্ষণশীলতা ভেঙে ছোট পোশাকে হাজির হলেন মিম। এফডিসিতে চার নাম্বার শুটিং ফ্লোরে এই সুন্দরীকে বেশ ছোটখাটো পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেছে। ছবিতে নাকি তিনি উজার করেই নিজেকে মেলে ধরবেন- এমনটাই জানা গেছে। তবে উপস্থিত অনেকেই মন্তব্য করছিলেন যে মিম যতোই ববির মতো খোলামেলা পোশাক পরুক না কেন, ‘তারকাঁটা’ সিনেমাতে তার যে দুর্বল অভিনয় দেখা গেছে প্রবলভাবেই। অভিনয়ের উন্নতি না করতে পারলে কোন কিছুতেই কাজ হবে না।

এ প্রসঙ্গে এক চলচ্চিত্র বোদ্ধা খবরবাংলা২৪ কে বলেন, আমাদের গল্পের প্রতি নজর দিতে হবে। পরিচালক থেকে শুরু করে নায়িকারা শর্টকাটে হিট সিনেমা বানানো, শর্টকাটে সস্তা জনপ্রিয়তা অর্জনের নোংরা খেলায় মেতেছেন এর কালো থাবা থেকে বেড়িয়ে আসতে হবে। ছোট পোশাকে সিনেমা হিট এমন ভাবধারাটাও পরিবর্তন করা দরকার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend