বৃষ্টি হতে পারে আগামীকাল

rainবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হুদহুদ’-এর প্রভাব কাটতে না কাটতেই সূর্যের খরতাপে যেন পুড়তে শুরু করেছে দেশ। তবে আগামীকাল শুক্রবার এই খরতাপ হতে কিছুটা হলেও প্রশান্তি মিলতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামীকাল। এছাড়া দেশের অন্যস্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ থেকে বিদায় হয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাকী অংশ হতে বিদায় হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend