সীমান্তে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুই বাংলাদেশির মৃত্যু

Chuadanga_Districtচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় কৃষকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পড়ে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, সুজাউদ্দিন (২৫) ও আনন্দ (১৮)। এদের বাড়ি উপজেলা সীমান্তের গয়েশপুর উত্তরপাড়ায়। মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গয়েশপুর-কুলাপাড়া সীমান্তে ৬৭/২ মেইন পিলারের কাছে কাটাতারের এপাশে একই মাঠে বাংলাদেশি ও ভারতীয় কৃষকরা চাষাবাদ করে। ভারতের কুলাপাড়া গ্রামের কৃষক আব্বাছ আলী তার খিরা ক্ষেত শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে রাতে ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ওই ফাঁদে পড়েই ওই দুই জনের মৃত্যু হয়।

জানা যায়, গয়েশপুর গ্রামের সুজা ও আনন্দ চি‎হ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার জন্য রাত আনুমানিক ১১ টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর রাত তিনটার দিকে ভারতীয় ওই কৃষকের ক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে পড়ে তাদের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশের সুরতহাল রিপোর্ট দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: ইত্তেফাক

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend