মাওয়া ঘাটের দু’পাশেই আটকে আছে শতাধিক যানবাহন

dc_0শনিবার সকাল থেকেই ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মাওয়া ঘাটে। ঘাটের দু’পাশেই প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ৫ শতাধিক যানবাহন এখন পারাপারের অপেক্ষায় রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

নৌরুটের মাওয়া চৌরাস্তা ছাড়িয়ে যানবাহনের দীর্ঘ লাইন এখন ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাওয়া প্রান্তে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানান, ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলগামী নতুন নতুন গাড়ি যুক্ত হওয়ায় মাওয়া প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কাওড়াকান্দি প্রান্তেও কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়স্ত্রণ করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় ও ফেরি পারাপারে বিলম্ব হওয়ায় পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকা-মাওয়া মহাসড়কের সারিবদ্ধ যানজটের সৃষ্টি হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend