১ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

জাতীয় সংসদেআগামী ১ সেপ্টেম্বর থেকে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে । ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে অধিবেশন কতদিন চলবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। শুরুর দিন বিকেল চারটায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

এর আগে দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন শেষ হয় ৩ জুলাই। এটি গত ৩ জুন শুরু হয়েছিল। এবারই প্রথম বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে বাজেট পাশ করলো কোনো সরকার। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। দেশের ইতিহাসে এ সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসেন জাতীয় পার্টি।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অধিবেশন হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সরকারের তৃতীয় অধিবেশন। নানা কারণে এটি হবে খুব গুরুত্বপূর্ণ অধিবেশন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend