শ্রীবরদীতে বীজ ও সার বিতরণ

1404209772.শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে ৫ হাজার ৭শ কেজি আমন ধানের বীজ ও ১৮.৮ মেট্রিক টন ডিএপি ও ৯.৪ মেট্রিক টন এমওপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ৯শ ৪০ জন কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয়।জানা যায়, উপজেলার ২শ জন নেরিকা জাতের ধান উৎপাদনকারী চাষীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি বীজ, ২০ কেজি ডি এ বি, ১০ কেজি এম ও পি ও উফসী ধান উৎপাদনকারী ৭শ ৪০ জন চাষীর মধ্যে প্রতি জনকে উফসী ধান বীজ ৫ কেজি, ডি এ বি ২০ কেজি, এবং এম ও পি ১০ কেজি করে বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার কৃষিবিদ্ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ি শস্য উৎপাদক বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এ কে এম বজলুর রশিদ, সাইফুল ইসলাম ও সকল উপ-সহকারী কৃষি অফিসারগন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend