শ্রীবরদীতে সরকারি নির্দেশনা মানছে কিন্ডার গার্টেন স্কুলগুলো

sherpur_308310402রোম্মান আরা পারভীন রুমীঃ শ্রীবরদীতে সরকারি নির্দেশনা মানছে না কিন্ডার গার্টেন স্কুলগুলো। সরকারি নির্দেশ অমান্য করে চালু রেখেছে স্কুল। নিচ্ছে ২য় সেমিস্টার/ মিডটার্ম পরীক্ষা। এতে ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।সম্প্রতি সরকার ১ম রমজান থেকেই দেশের সকল সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করে। কিন্তু শ্রীবরদীতে কিন্ডার গার্টেন স্কুলগুলো সরকারের এ নির্দেশনা মানছে না। অনেক স্কুল চালু রেখে ক্লাস চালাচ্ছে। আবার অনেক স্কুল ২য় সেমিস্টার/ মিডটার্ম বিভিন্ন নামে পরীক্ষা নিচ্ছে। এ সকল প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী রোজা রেখে বাধ্য হচ্ছে ক্লাস বা পরীক্ষায় অংশ গ্রহণ করতে। এ বিষয়ে শ্রীবরদীর কিন্ডার গার্টেনের এক অধ্যক্ষকে প্রশ্ন করলে তিনি জানান, আমরা সরকারি বা বেসরকারি কোন পর্যায়ে পরিনা। তাই সরকারের এ নির্দেশনা আমরা মানতে বাধ্য নয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend