যশোরে ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

jessoreযশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে। চোরাই পথে এগুলো বাংলাদেশে আনা হয়েছে। বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার রাতে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে এক হাজার ২০০ পিস ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট, তিন লাখ ১০ হাজার টাকা দামের লেহেঙ্গা, দুই লাখ ২৬ হাজার টাকা দামের ৪৫০টি চশমা, পাঁচ লাখ ১৯ হাজার টাকা দামের তিন হাজার ৪৬০ পিস পটকাবাজি, এক লাখ ১২ হাজার টাকা দামের ১৪টি থ্রিপিস, এক লাখ ৩০ হাজার টাকা দামের ৪৩০টি ডিস্ক, দুই লাখ ৮০ হাজার টাকা দামের এক হাজার ১৪৪ পিস ইমিটেশন, ৯৫ হাজার টাকা দামের ১৯০ কেজি পলিথিন প্রভৃতি।

এছাড়া চোরাচালানিদের ফেলে যাওয়া ৬০ হাজার টাকাও উদ্ধার করে বিজিবি সদস্যরা। ভারতীয় সীমান্ত-সংলগ্ন আমড়াখালী, সাদিপুর, বেনাপোল গ্রিনলাইন কাউন্টার ও যশোর রেলজংশন এলাকায় অভিযানগুলো চালানো হয় বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend