নকলায় বিদ্যুৎ দূর্ঘটনায় বিশিষ্ট ব্যাবসায়ীর মৃত্যু : পুরো শহরে আতঙ্ক

electricity_4নকলা(শেরপুর) প্রতিনিধি : নকলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাঁচারী মসজিদ মোড়ে অবস্থিত আলামিন গার্মেন্টস এর মালিক ও বিশিষ্ট ব্যাবসায়ীক আলহাজ্ব মো: আশরাফ আলী(৫৫), বেলা প্রায় ৫ ঘটিকার দিকে তার দোকানের ছাদের উপরে ময়লা সরাতে গেলে এমন মারাত্নক দূর্ঘটনায় স্বীকার হয়।

এ সময় শর্ট সার্কিটের খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। তবে উপস্থিত লোকজনের মতে, বিদ্যুতের লোড শেডিং অথবা হঠাৎ অভার ভোল্টেজের কারনে ছোট্ট একটি ঝুলন্ত তারের সংস্পর্শে আর্থিং হলে মেইন লাইনে শক খেলে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায় এবং গলা থেকে মাথা আলাদা হয়ে যায় এবং সাথে সাথেই মৃত্যু ঘটে।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ পোস্ট মর্টেম এর ব্যবস্থা করা হয় নি।

এসময় পরিবারের সদস্যদের পাশাপশি নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, সাবেক এম.পি মো:মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: হাফিজুর রহমান লিটন, শ্রমিকলীগ ও আসন্ন নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী- মো: সারোয়ার আলম তালুকদার, আসন্ন নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী- মাহবুবুল আলম মনি, জাহিদ হোসেন বাদশা, মো: গোলাম রব্বানী ( ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সভাপতি) ,বিশিষ্ট সমাজসেবক মো: মনির হোসেন , প্রভাষক মো: মিজানুর রহমান (সাবেক পৌর মেয়র) , এস.আর অফিসের সিনিয়র কর্মকর্তা ও নকলা উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য মো: আলমগির হোসেন শেগুনসহ নকলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট ব্যাবসায়ীকের অকাল মৃত্যুতে তারা সকলেই গভীরভাবে শোক প্রকাশ করে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend