মনের আনন্দে সমালোচনা করুন: তথ্যমন্ত্রী

unnamed14তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কেউ কারাগারে যাবেন না এবং তথ্যমন্ত্রীর সমালোচনা করেও কেউ বিপদগ্রস্ত হবেন না। তাই যত পারেন মনের আনন্দে সমালোচনা করুন।’

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম’র ১০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সেরা সাংবাদিক পুরস্কার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবে’র সাবেক সভাপতি এস এম আনোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন মুন্না।

ঢাকা রিপোর্টার্স ইউনটির সাগর-রুনি মিলনায়তনের এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা, সেরা উপস্থাপক-উপস্থাপিকা, সাংবাদিক, রিপোর্টার, টিভি অনুষ্ঠান নির্মাতা ক্যাটাগরিতে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়।

ইনু বলেন,‘মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের বিরুদ্ধে যদি কোনো আইনভঙ্গকারী কর্মকাণ্ড থাকে তবে তা সাহসের সঙ্গে প্রচার করুন। মিথ্যা প্রচারণা চালাবেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ নিয়মবহির্ভূত এবং বিবেকহীনভাবে বাচ্চাদের লাশের ও তাদের আপনজনদের আহাজারির ছবি প্রচার করেন। সংবাদ সংগ্রহের জন্য আহাজারিরত অবস্থায় তাদের মুখের সামনে মাইক ধরেন- যা অমানবিক, নিষ্ঠুর। বিশ্বের কোথাও এ দৃশ্য দেখা যায় না।’

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘যখন কারো আপনজন হারায় তখন সে অপ্রকৃতস্থ অবস্থায় থাকে । অপ্রকৃতস্থ কারো বক্তব্য আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘বর্তমানে টিভি চ্যানেলগুলোর দিকে তাকালে মনে হয় সরকার যেন খুনিদের পেটের মধ্যে নিয়ে বসে আছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কে খুনি তা বলা যায় না।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংবাদিক সলিমউল্লাহ সেলিম ও কোয়াবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য নিজাম উদ্দিন মাসুদ; সেরা সাংবাদিক হিসেবে চ্যানেল আই এর দিনাজপুর প্রতিনিধি শাহ আলম শাহী, একুশে টেলিভিশনের প্রতিবেদক শেখ মেরাজ, আরটিভির স্টাফ রিপোর্টার আরাফাতুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো’র আহসান হাবীব অপু, মাই টিভির সিনিয়র রিপোর্টার প্যাট্রিক ডি’কস্তা, মুক্তিযুদ্ধ বিষয়ক টিভি অনুষ্ঠান নির্মাতা রাজু আলীম, সেরা উপস্থাপিকা ৭১ জার্নালের নবনিতা রায় ও সেরা উপস্থাপক ইনডিপেনডেন্ট টেলিভিশনের খালেদ মুহিউদ্দিনকে পুরস্কৃত করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend