তামাক সেবনে দেশে বছরে মারা যায় ৫৭ হাজার মানুষ

indoor-smoking-banতামাক সেবনের কারণে প্রতিবছর বাংলাদেশে ৫৭ হাজার মানুষ মৃত্যু হয়। এছাড়া পঙ্গুত্ব বরণ করেন ৩ লাখ ৮২ হাজার মানুষ। গ্রিন মাইন্ড সোসাইটি, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লউবিবি ট্রাস্টের কর্মসূচীতে এমনই তথ্যে উঠে এসেছে।

মঙ্গলবার সকালে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যেগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়।

গ্রিন মাইন্ড সোসাইটি, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লউবিবি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরো জানানো হয়, বাংলাদেশের সংবিধানে ১১ এবং ১৮(১) অনুচ্ছেদে মানুষের মৌলিক মানবাধিকার এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর মদ ও ক্ষতিকর ভেষজ ব্যবহার নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। তাই তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ একটি সাংবিধানিক দায়িত্ব।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারী অ্যাডভোকেসি কর্মকর্তা ইমান উদ্দিন ইমন, ফ্রেন্ডস ফোরাম বুড়িগঙ্গার সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক তুষার আহন্মেদ, কৃষ্টি পরিষদের ফরহাদ হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend