পুলিশ রাজনৈতিক দলগুলোর স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে : টিআইবি

unnamed_6 (1)পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলোর স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে নির্বিচারে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল।

বুধবার রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে ‘জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার বিশ্লেষণ: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,পুলিশ প্রশাসন এখন ক্ষমতাসীন দলের কাছে জিম্মি হয়ে রয়েছে।

সুলতানা কামাল বলেন, রাজনৈতিক দলগুলোর কারণে পুলিশ বাহিনীর স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার অন্তর্গত ১৫ প্রতিষ্ঠানের সফলতা নিয়ে সমালোচনা হয়।

তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা প্রদানে এবং গণতান্ত্রিক আচরণে পুলিশ প্রশাসন সব সময়ই ব্যর্থ হয়েছে। ফলে বিভিন্ন সময় সমালোচনার শিকার হয়েছে তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend