বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বরিশাল_0বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালক মোসলেম উদ্দিনের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৬৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর রুপাতলীর বটতলা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেলে তিনি নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন মোসলেম উদ্দিন।

মোসলেম উদ্দিন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল শহরের ২৬ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় পরিবারসহ হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

বরিশাল কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, অটোরিকশা চালক মোসলেম উদ্দিন শনিবার বিকেলে গোসল করার জন্য রুপাতলী বটতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে নামেন।

ছেলেকে নদীর পাড়ে বসিয়ে মোসলেম উদ্দিন পানিতে নেমে ডুব দিয়ে আর উঠে আসেন নি। এ ঘটনায় তার ছেলে নিজ বাড়িতে বিষয়টি জানায়। পরে, নিখোঁজের পরিবার থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

তিনি জানান, সে সময় উদ্ধার অভিযান চালানো হলেও নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়রা বটতলা এলকায় কীর্তনখোলা নদীর ভিন্ন একটি স্থানে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর মোসলেম উদ্দিনের স্বজনরা লাশটি সনাক্ত করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend