হাদিসে রাসুল [সা.] নং- ৯১৫ : নারীদের জানাজার সাথে যেতে নিষেধ করা হয়েছে

Nari-1_0আরবি হাদিস

وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: نُهِينَا عَنِ اتِّبَاعِ الجَنَائِزِ، وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا . متفقٌ عَلَيْهِ
ومعناه: وَلَمْ يُشَدَّدْ في النَّهْيِ كَمَا يُشَدَّدُ في المُحَرَّمَاتِ .

বাংলা অনুবাদ

উম্মে আত্বিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদেরকে জানাজার সাথে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু (এ ব্যাপারে) আমাদের উপর জোর দেওয়া হয়নি।’

এর অর্থ হল, যেমন অন্যান্য হারাম কাজ কঠোরভাবে নিষেধ করা হয়েছে, তেমন কঠোরভাবে নিষেধ করা হয়নি।

[বুখারি ১২৭৮, ৩১৩, ১২৭৯, ৫৩৪০, ৫৩৪১, ৫৩৪৩, মুসলিম ৯৩৮, নাসায়ি ৩৫৩৪, আবু দাউদ ২৩০২, ইবন মাজাহ ২০৮৬, আহমদ ২০২৭০, ২৬৭৫৯, দারেমি ২২৮৬]

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend