বিএনপির বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা

বিএনপির বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা

image_88179_0খবর বাংলা২৪ ডেক্স: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের প্রতিবাদে বিক্ষোভ এবং গণঅনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামী ২৮ এপ্রিল সোমবার সারা দেশের জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ৪ মে সারা দেশের জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত গণঅনশন পালন করা হবে।’

গুম-খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন এগুলো গণমাধ্যমে গুরুত্ব সহকারে ঠাঁই পাচ্ছে না।’

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা’ অভিহিত করে তিনি বলেন, ‘নির্বাচন থেকে দূরে রাখতেই এ মামলা দেয়া হচ্ছে। যা বিএনপিকে ধ্বংসের একটা নীল নকশা।’

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন জনগণ বর্জন করেছে। কথা ছিল ওই নির্বাচনের পরে সরকার দ্রুত একটি নির্বাচন দেবে। সরকার তা এখন অস্বীকার করছে।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend