শ্রীপুরে গ্যাস লাইন ফেটে আগুন, যান চলাচল বন্ধ

faireখবর বাংলা২৪ ডেক্স:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গ্যাস পাইপ লাইন ফেটে আগুন লেগে কয়েকটি দোকান ও মসজিদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার পীরগড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অগ্নিকাণ্ডের অনেক পরে ফায়াস সার্ভিসের কর্মীরা সেখানে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাস কোম্পানির লোকজন মহাসড়কের পাশে মাস্টার বাড়ি এলাকায় গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ পাইপ ফেটে গিয়ে গ্যাসে আগুন লাগে। এরপর ওই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থানীয় একটি মসজিদে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচ দিয়ে গ্যাস পাইপ লাইন থাকায় আতঙ্কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend