তাহিরপুরে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক

drug 3খবর বাংলা২৪ ডেক্স:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন ¯পটে অবাধে পাওয়া যাচ্ছে মাদক। আর এতে উঠতি বয়সের তরুণসহ শিশুরাও জড়িয়ে পড়ছে এসব মরণ নেশায়। আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নিরবতায় ক্রমশ বাড়ছে মাদক বিক্রেতাদের দৌরাতœ আর মাদকসেবীরা বেপরোয়া হয়ে এলাকায় চালিয়ে যাচেছ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড অভিযোগ সচেতন মহলের। জানা গেছে, উপজেলার যে সকল ¯পটে মাদকের ছড়াছড়ি ব্যাপক আকার ধারণ করেছে তার মধ্যে বাদাঘাট বাজার, শ্রীপুর বাজার, বড়ছড়া শুল্কবন্দর এলাকা অন্যতম। এখানে হাত বাড়ালেই কিংবা মোঠোফোনে চাহিদা অনুযায়ী পাওয়া যায় গাজা, হেরোইন, ইয়াবাসহ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মাদক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে বিভিন্ন ব্রান্ডের মাদকের ভ্রাম্যমান ব্যবসা চালিয়ে যাচেছ স্থানীয় কয়েকজন প্রভাবশালী মাদক বিক্রেতা। একাধিকবার মাদকের চালান নিয়ে ওই প্রভাবশালী মাদক বিক্রেতারা পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়লেও দীর্ঘদিন কারাভোগের পর আইনের মারপেচে জামিনে ছাড়া পেয়ে বর্তমানে অনেকটা নিবিঘেœ চালিয়ে যাচেছ এ অবৈধ ব্যবসা। মাদক বিক্রেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিপূর্বে নয়াবন্দ গ্রামবাসী দুই মাদক ব্যবসায়ীকে একঘরে করে রাখে বহুদিন। এছাড়া গ্রামের জামে মসজিদের ইমাম ও দশগাঁও নয়াবন্দ দারুল উলুম মাদ্রাসার শিক্ষককে মাদকসেবীরা লাঞ্চিত করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে স্থানীয় উত্তেজিত জনতা। পরে দশ গ্রামের শালিস বৈঠক বসিয়ে গ্রাম্য মাতব্বররা বিষয়টি মিমাংশা করেন। শুধু তাই নয়, শ্রীপুর গ্রামের মহিবুর রহমান (১০) নামের এক নি¯পাপ শিশুকেও জোড়পুর্বক মাদক সেবন কয়িয়ে এলাকায় জানান দেয় তাদের দৌরাতেœর কথা। জানতে চাইলে কুড়েরপাড়া গ্রামের জুয়েল নামের এক মাদক ব্যবসায়ী এবিনিউজকে বলেন, দীর্ঘদিন তাদের এ ব্যবসা চাঙ্গা থাকলেও এলাকায় মাদক সেবীদের কাজ-কর্ম কম থাকায় চৈত্রের আকাল পড়েছে তাদের মাদক বাজারে। তাই তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন বলে জানান। তাহিরপুর উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী জানান, মাদকের ভয়াবহতায় যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাই  শপথ গ্রহনের পর তার প্রথম কাজ হবে একটি মাদকমুক্ত উপজেলা গড়া। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ  আনিছুর রহমান খান বলেন,আমি যোগদানের পর থেকে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাদক মামলা দিয়েছি, গ্রেফতার করেছি একাধিক মাদক ব্যবসায়ীকে এবং অভিযান অব্যাহত রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend