সেন্টমার্টিনে অকালে হারাচ্ছে তাজা প্রাণ

সেন্টমার্টিনে অকালে হারাচ্ছে তাজা প্রাণ
নিজস্ব প্রতিবেদকঃ
সী-নেটিং ব্যবস্থা না থাকার কারণে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমন অনিরাপদ হয়ে উঠেছে। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে সাগর জলে গোসল করতে নেমে অকালে প্রাণ দিতে হচ্ছে পর্যটকদের। সর্বশেষ ১৪ এপ্রিল গোসল করতে নেমে অকালেই পৃথিবীর মায়া ছাড়তে হয়েছে ঢাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মানফেজুল ইসলাম ইভান (২৫) ও সাদ্দাম হোসেন অংকুর (২৪) কে। এর আগে গত বছর একই ভাবে গোসল করতে নেমে প্রাণ দিতে হয় ঢাকার বুয়েটের এক ছাত্রকে। এর পরও টনক নড়েনি সংশ্লিষ্টদের। স্থানীয় সুশীল সমাজ ও পর্যটকদের পক্ষ থেকে বার বার কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্টমার্টিনে সী-নের্টিং ব্যবস্থার দাবী জানিয়ে আসলেও এদিকে কোন কর্ণপাতই করছেন না প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের কেউই। ফলে ভ্রমণে গিয়ে গোসলের আনন্দে মাতোয়ারা হয়ে সাগরের অথৈ জলে হারিয়ে গিয়ে জীবন বির্সজন দিতে হচ্ছে দেশের মেধাবী ছাত্র, চিকিৎসক, ব্যবসায়ীসহ অনেককে। সর্বশেষ ১৪ এপ্রিল প্রাণ হারান ২ ছাত্র, গত বছর বুয়েটের এক ছাত্র ও ২০০৬ সালে প্রাণ হারান এক ব্যবসায়ী। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, সেন্টমার্টিন পর্যটকদের কাছে আর্কষনীয় একটি স্পট। পর্যটকরা সেখানে ছুটে গিয়ে আনন্দ করে, সমুদ্র ¯œানে আত্মহারা হয়ে যায়। তাই সেখানে সী-নের্টিং ব্যবস্থা চালু প্রয়োজন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend