ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মুছা মিয়ার সঙ্গে জাহের মিয়ার লোকজনদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, থলিয়ারা গ্রামের একটি জমির মালিকানা নিয়ে গত ১০ বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত বুধবার থেকে দুই পক্ষের একাধিকবার সংঘর্ষে হয়। সর্বশেষ শনিবার সকালেও সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।

এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০/২৫টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদরের সার্কেলের এএসপি তাপস চন্দ্র ঘোষ জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় পাঁচ জনকে সংঘর্ষস্থল থেকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এর আগে গত বুধবার থেকে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে আরো অন্তত ২৫/৩০ জন আহত হয়। আহতদের শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend