৩ কোটি পারিশ্রমিক নেন এই শিল্পী

এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক, সুরকার অরিজিৎ সিং হিন্দি আর বাংলা সিনেমায় প্লেব্যাক করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কনসার্টের জন্য ভারতে সবচেয়ে পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া এই গায়ক ৩৬ বছর পূর্ণ করলেন আজ।
মাত্র এক যুগের ক্যারিয়ারে খ্যাতির চূড়ায় আরোহণ করা এ গায়কের পথচলা মসৃণ ছিল না। ২০০৫ সালে ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ নামের এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা পাঁচের তালিকায়ও জায়গা পাননি অরিজিৎ। প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন ষষ্ঠতম অবস্থানে থেকে। এরপর আরেক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে চিনিয়েছিলেন অরিজিৎ, হয়েছিলেন চ্যাম্পিয়ন।