জনসংখ্যায় এ বছর চীনকে ছাড়িয়ে যাবে ভারত : জাতিসংঘ

ভারতের জনসংখ্যা চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। ঐ সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে। বুধবার প্রকাশিত জাতিসংঘের এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর এএফপি’র।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোটের্’ দেখানো হয়েছে যে এই বছরের মাঝামাঝি সময়ে চীনের ১.৪২৫৭ বিলিয়নের তুলনায় ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়ন হবে।
চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা যায়, ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো গত বছর চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।
ঐ প্রতিবেদনে আরো বলা হয়, একই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়ে ৮.০৪৫ বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend