পূর্ব ইউক্রেনে রিফিউজি গাড়িবহরে রকেট হামলা, ব্যাপক হতাহত
পূর্ব ইউক্রেনের লুহানস্ক এলাকা থেকে রিফিউজি স্থানান্তরকালে একটি গাড়িবহরে রকেট এবং মর্টার শেলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনী।
ইউক্রেন সরকার এঘটনার জন্য রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করলেও এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায়দায়িত্ব স্বীকার করে নেয়নি।
বার্তা সংস্থা রয়টার তাদের এক প্রতিবেদনে ঘটনার স্থানে ব্যাপক গোলাগুলির খবর জানিয়েছে।
ইউক্রেন সেনাবাহিনীর মূখপাত্র আন্দ্রি লাইশেনকো বলেন, সোমবার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। নারী-শিশুসহ অনেক মানুষই এ হামলায় নিহত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদীদের মূখপাত্র আন্দ্রি পুরগিন এই হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইউক্রেনিয়ানরা নিজেরাই বোমাবাজি শুরু করেছে। তারা অতীতেও যা করেছে, বর্তমানেও তাই করছে।
এদিকে লুহানস্ক শহরে এখনো কামানের গোলা নিক্ষিপ্ত হচ্ছে। শহরটিতে ইতোমধ্যে জনসাধারণ পানি, খাদ্য এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। শহরের আশেপাশেই অবস্থান করছে ইউক্রেন বাহিনী।
এর আগে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ জানান, বার্লিনে আলোচনার পর রাশিয়ার মানবিক সাহায্য পাঠাতে আর কোনো বাধা নেই। তবে অস্ত্রবিরতির ব্যাপারে কোনো চুক্তি হয়নি বলেও এসময় তিনি জানান।
রোববার বার্লিনে ইউক্রেন, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তথ্যসূত্র: বিবিসি