দাম্পত্য সঙ্কটে ফারাহ্ রুমা ও শতাব্দী ওয়াদুদ

‘নিভৃত স্বপ্ন আবর্তে’ অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘নাটকের স্টোরি ভালো। আর আমার চরিত্রটিও ছিলো বেশ কঠিন। কাজটি ভালো হয়েছে বলবো।’
ফারাহ্ রুমা বলেন, ‘শতাব্দী ওয়াদুদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তিনি গুণী অভিনেতা। তার সঙ্গে একত্রে কাজ করতে পারায় ভালো লাগছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’
আসছে ঈদে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।