শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
খবর বাংলা২৪ ডেক্স: শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে বিজয় কৃঞ্চ চক্রবর্তী বিপুলকে সভাপতি এবং সঞ্জিত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন সমিতি’র সভাপতি দেবাশীষ ভট্টাচার্য।
এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ, উপদেষ্ঠা মনু চক্রবর্তী, খোকন চক্রবর্তী, মানিক চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
