শ্রীবরদীতে নারিকেল গাছের চারা বিতরণ

শ্রীবরদীতে নারিকেল গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি -০৪২৪ এর আয়োজনে ৩১৫ জন স্পন্সর শিশুর পরিবারকে নারিকেল চারা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন  ছালেম।
লোকাল সেন্টার কমিটি মর চেয়ারম্যান ক্লেনসন থিগিদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক টিডব্লিউএ চেয়ারম্যান প্রাঞ্জল এম. সাংমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম লিটন। এতে সঞ্চালনা করেন প্রকল্পের কর্মী জিবন ম্রং।
এসময় সিংগাবরুনা ইউনিয়ন শ্রমিক লীগ ও কৃষক লীগ নেতৃবৃন্দ, প্রকল্পের শিশু সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend