দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের কর্মীদের সাথে মতবিনিময়

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের কর্মীদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম কর্মীদের সাথে মতবিনিময় করছেন। রোববার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মাদারপুরে নিজ বাড়িতে ভেলুয়া ইউনিয়নের জনপ্রতিনিধি, নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়াড় বইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে।তাঁরই যোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন হয়েছে।

তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা যদি আমাকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মনোনয়ন দেয়, তাহলে আমি বিপুল ভোটে বিজয় হবো।
খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আল জাহান সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম খড়িয়াকাজির ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এনএম বদরুজ্জামান সবুজ প্রমুখ।
এসময় কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend