শ্রীবরদীতে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী এপি’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। শ্রীবরদী এপি’র ম্যানেজার প্রকাশ চাম্বু গং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশনস মঞ্জু মারীয়া পালমা, নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, অ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন। 

শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনপল স্কু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান মো. হামিদুল্লাহ তালুকদার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু,  এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং,  প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি প্রমূখ। সভায় উপজেলার ৪ টি গ্রাম বাল্য বিবাহ  ঘোষণার প্রতিশ্রুতি দেন বক্তারা। এতে অংশ গ্রহণ করেন শিশু ফোরাম,  গ্রাম উন্নয়ন কমিটি ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ্ব। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend