শ্রীবরদীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রীবরদীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতা মোবাইল ভ্যানে ০২ (দুই) মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমিনুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ প্রশিক্ষনার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২০ জন পুরুষ এবং ২০ জন নারী অংশগ্রহণ করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend