শ্রীবরদীতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুমানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুমানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবির রুমানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন নির্বাচনি কেন্দ্রে শ্রীবরদী উপজেলার ভোটারদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবির রুমান। তিনি বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বিশ্বাস এবারও আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন।
কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ছালাউদ্দিন ছালেম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান নির্ঝর, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, পৌরসভা কাউন্সিলর আশরাফুল আলম বুদু, ভেলুয়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য তানিয়া, শ্রীবরদী সদর ইউনিয়নের সদস্য ওবায়দুল হোসেন কাজল, গোশাইপুর ইউনিয়নের সদস্য আব্দুল হান্নান, খড়িয়াকাজির চর ইউনিয়নের সদস্য মোশাররফ হোসেন ননি, তাতিহাটি ইউনিয়নের সদস্য ইমানুর রসুল উকিল, কুড়িকাহনিয়া ইউনিয়নের সদস্য আজহার, গড়জরিপা ইউনিয়নের সদস্য মোবারক হোসেন মুক্তা, রানীশিমুল ইউনিয়নের সদস্য নুরল হক, ভেলুয়া ইউনিয়নের সদস্য শাহাদাত হোসেন কালু, সিংগাবরুনা ইউনিয়নের সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শ্রীবরদী উপজেলার ভোটারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোটর সাইকেল প্রতীক নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবির রুমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend