শ্রীবরদী’র ৮ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শ্রীবরদী’র ৮ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।


শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন শ্রীবরদী সদরের মো. ফরিদুজ্জামান, কাকিলাকুড়ার হামিদউল্লাহ তালুকদার, গোশাইপুরের শাহজামাল ইসলাম আশিক, সিঙ্গাবরুণা’র ফকরুজ্জামান কালু, তাতিহাটির এ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, ভেলুয়ার মো. আব্দুল করিম, গড়জরিপার আব্দুল জলিল, কুড়িকাহনিয়ার ফিরোজ খান নুন।

অপরদিকে বিকাল ৩ টায় শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

পরে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।  উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক,  উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নবনির্বাচিত কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদ উল্লাহ তালুকদার, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরুজ খান নুন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend