শেরপুর জেলা প্রশাসনের অর্থায়নে শ্রীবরদীতে অসহায় কৃষকদের ধান কর্তন

শেরপুর জেলা প্রশাসনের অর্থায়নে শ্রীবরদীতে অসহায় কৃষকদের ধান কর্তন

স্টাফ রিপোর্টার:
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুবের উদ্যোগে ও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে শ্রীবরদীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে চার জন গরীব অসহায় কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের অর্থায়নে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পৌরসভার মথুরাদি এলাকার অসহায় কৃষকদের ১শত ২৫ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়। এসময় কৃষক আব্দুল আজিজের ২৫ শতাংশ, শামীম মিয়ার ২৫ শতাংশ, আরিফুল ইসলামের ২৫ শতাংশ ও আলমগীর হোসেনের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়েছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা, পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক প্রান্তিক কৃষক অসহায় হয়ে পড়েছে। গণপরিবণ বন্ধ থাকায় শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। আমরা খবর পেয়েছি যে, পৌরসভার মথুরাদী মহল্লার অসহায় কৃষকরা টাকার অভাবে তাদের উৎপাদিত ধান কাটতে পারছেন না। পরে শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্যারের উদ্যোগে ও জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ওই কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend