সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জনসচেতনতা তৈরিতে শ্রীবরদীতে প্রচারাভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে জনসচেতনতার পাশাপাশি পৌর বাজারের বিভিন্ন জায়গা ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেছে। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের লেফটেন্যান্ট নাহিদুল ইসলামের নেতৃত্বে পৌর বাজারের বিভিন্ন অলি-গলিতে হ্যান্ড মাইক ও প্লেকার্ড প্রদর্শন করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেছে।
এসময় তারা জুরুরী প্রয়োজন ছাড়া যেকোন ব্যাক্তিকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। এছড়াও করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা, আতংক সৃষ্টি না করা, হাট-বাজারে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ব্যাতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করা, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করাসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend