শ্রীবরদীতে নির্যাতিত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নিলুফা আক্তার

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে নির্যাতিত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। রবিবার বিকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে ওই পরিবারে নিকট নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়। হঠাৎ উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি দেখে তারা আনন্দে কেঁদে ফেলেন।
জানা যায়, গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের ওই পরিবারের মেয়ে (১৪) ধর্ষণের শিকার হয়। এতে ওই মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এনিয়ে মেয়ের মা বাদী গত ২৭ ডিসেম্বর তারিখে আব্দুস সালাম সহ ৩ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ওই অন্ত:সত্ত্বা কিশোরীর শারীরিক খোজ খবর নেন। ১৯ জানুয়ারী রবিবার বিকালে ইউএনও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ও নার্স নিয়ে ভূক্তভোগী অসহায় অন্ত:সত্ত্বা কিশোরীর বাড়িতে ছুটে যান। পরে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কিশোরীর মায়ের হাতে নগদ ৫ হাজার টাকা ও ৩টি কম্বল তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আশিকা পারভীন, গোশাইপুর ইউপি চেয়ারম্যান এস.এম যোবায়েল, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিছ আলী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend