শ্রীবরদীতে উপজেলা শিক্ষা অফিসার ও ইউআরসি’র ইন্সট্রাক্টরের বিদায়

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায় ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম আহমেদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষা অফিস চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল আলম ভূঞা ও নুরুল আলম মৃধা, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর সাহা, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, আবুয়ার পাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানউল্লাহ হেলাল, পশ্চিম বাদে ঘুনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক, আবুয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, পূর্ব ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন বিউটি, জঙ্গলখিলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কাউনেরচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন চান, পশ্চিম কাজিরচর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিহাদি সাইদুর রহমান, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির, বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায় ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম আহমেদ কর্মকালীন জীবনের স্মৃতিচারণ করে বিদায়ী বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend