শ্রীবরদীতে জাতীয় দূর্যোগ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ” এ স্লোগানে সামনে রেখে শনিবার সকালে শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ গ্রহণ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
র‌্যালি শেষে জামতলা চত্বরে ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল-মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মাদ দুলাল মিয়া ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ। জাতীয় দূর্যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend