কাদেরকে ‘বয়াতি’ বললেন রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘বয়াতি’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক বয়াতি আছেন। আব্দুর রহমান বয়াতি, কুদ্দুস বয়াতি ইত্যাদি। তেমনি দেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে। তিনি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রতিদিন গান গেয়ে যাচ্ছেন। মানুষ শুনছে কি শুনছে না তা দেখছেন না। ’

সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভায়  রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর।

সরকার নয়, বিএনপি খাদের কিনারে আছে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘তিনি বলেছেন বিএনপি নাকি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আমি বলি, আপনারা (সরকার) কিসের কিনারে? ফুলের বাগানের কিনারে? যেখানে পড়লে হাসানাহেনা, শিউলি আর বেলির ওপর পড়বেন? না তা নয়। আপনারা ছোট্ট একটা ধাক্কা খেলে সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে গিয়ে পড়বেন। সেখান থেকে আর উঠতে পারবেন না।’

ইতিহাসে কারো নাম ইতিবাচক, কারো নাম নেতিবাচক হিসেবে লেখা থাকে জানিয়ে রিজভী বলেন, ‘গুম ও খুনের জন্য ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফেরাউন, এজিদ, হিটলার, মীর জাফরের নামের সাথে থাকবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend